Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

প্রতিষ্ঠান পরিচিতি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র অধীনে “৪০ উপজেলায় ৪০টি টিটিসি ও চট্রগ্রামে ১টি ইনিস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন” শীর্ষক প্রকল্পের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম-কে তৃণমূল পর্যায়ে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে উপজেলা পর্যায়ে চিতলমারীতে ২০১৬ সালে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয় এবং ২৪/০৮/২০১৭খ্রি: জমি অধিগ্রহণ করা হয় (প্রতিষ্ঠিত সাল: ২০১৭)  এবং ২০২৪ সালে নির্মিত হয় “চিতলমারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র”। দেশের শিক্ষিত, অল্প শিক্ষিত ও বেকার জনসম্পদকে দক্ষ জনশক্তিতে রুপান্তরের জন্য এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ভিশন “স্মার্ট বাংলাদেশ” বির্নিমাণে চিতলমারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে।


অবস্থান : চিতলমারী চরবানিয়ারী ইউনিয়নের শ্যামপাড়ায় মেইন রোড (বাগেরহাট–পাটগাতী রোড) সংলগ্ন, চিতলমারী টিটিসি অবস্থিত। কাছেই রয়েছে চিতলমারী সরকারি খাদ্য গুদাম ও চিতলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন।



এক নজরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রখানসামাদিনাজপুর

০১। মোট আয়তন                   : ১.৫০ একর

০২। পূর্ত কাঠামো                    : 71826 বর্গ ফুট (প্রায়)।

০৩। পূর্ত নির্মাণ                       : গণপূর্ত অধিদপ্তর, বাগেরহাট।

০৪। বাস্তবায়নকারী প্রতিষ্ঠান    : জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো।

০৫। প্রশাসনিক মন্ত্রণালয়         : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

০৬। মোট প্রাক্কলিত ব্যয়          :

০৭। পূর্ত উদ্বোধন তারিখ         :

০৮। ভবনসমূহ                        : ক) একাডেমিক ভবন-০১টি ৪ তলা বিশিষ্ট, খ) অধ্যক্ষ বাস ভবন-০১টি ৪ তলা বিশিষ্ট,

                                                 গ) ডরমিটরি ভবন-০১টি ৩ তলা বিশিষ্ট (প্রশিক্ষনার্থী ধারণ সংখ্যা- ৬০ জন)

০৯। অনুমোদিত ট্রেড সংখ্যা     : ০৭ টি : (১)ইলেকট্রিক্যাল, (২)ইলেকট্রনিক্স, (৩)আইটি সাপোর্ট টেকনিশিয়ান (কম্পিউটার অপারেশন+গ্রফিক্স ডিজাইন), (৪)ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন, (৫)মেশিন টুলস অপারেশন, (৬)আর/এসি, (৭)অটোড্রাইভিং

১০। ওয়ার্কসপ সংখ্যা                : ০৮ টি

১১। কম্পিউটার ল্যাব                : ০২টি

১২। ক্লাশ রুম                           : ০৪ টি

১৩। লাইবেরী                            : ০১টি

১৪। বাৎসরিক আসন সংখ্যা      : ১০০০ (প্রায়)

১৫। জেনারেটর                        : ০১ টি

১৬। ইলেকট্রিক্যাল সাবস্টেশন  : ০১ টি

১৭। পাম্প হাউস                      : ০১টি

১৮। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট      : ০১টি (সুপেয় পানির জন্য)।

১৯। সোলার সিষ্টেম                  : ০১টি 

২০। সাইকেল গ্যারেজ              : ০১ টি

২১। কর্মরত জনবল                 : ০১ জন


আমাদের চ্যালেঞ্জ:

১। প্রশিক্ষণের মান উন্নয়ন।
২। চাকুরি ভিত্তিক এবং চাহিদা সম্পন্ন/প্রযুক্তি নির্ভর কোর্সে প্রশিক্ষণ প্রদান।
৩। কর্মসংস্থান সর্বাধিক হারে বর্ধিতকরণ।
৪। শিল্প সংযোগ।
৫। প্রশিক্ষণ গ্রহণে আগ্রহ/ভর্তির সংখ্যা বৃদ্ধি।
৬। প্রশিক্ষণে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি।
৭। আন্তর্জাতিক স্বীকৃতি।