Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

“ভর্তি চলছে”       “ভর্তি চলছে”          চিতলমারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ASSET প্রকল্পে আওতায় সম্পূর্ণ ফ্রি কোর্সে ভর্তি চলছে। কোর্স সমূহ :(১) কম্পিউটার অপারেশন  (২) গ্রাফিক্স ডিজাইন। ৩মাস দেয়াদী, ভর্তির যোগ্যতা: এসএসসি পাস।     যাতায়াত ভাতা প্রতি ক্লাসে৮০/- টাকা।     উপবৃত্তি প্রতিমাসে ১৫০০/-টাকা, মেয়েদের জন্য ২০০০/-টাকা।     কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ঠিকানা: চরবানিয়ারি, শ্যাপাড়া, চিতলমারী, বাগেরহাট।   যোগাযোগের নম্বর: ০১৭৩০২৬৪২৬৬।      একটাই লক্ষ - হতে হবে দক্ষ।      দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ।      কারিগরি শিক্ষা গ্রহণ করি, দক্ষ হাতে দেশ গড়ি।         চিতলমারী টিটিসিতে শিঘ্রই শুরু হতে যাচ্ছে দক্ষতা প্রশিক্ষণ কোর্স  ।               দক্ষতা নিজের সম্পদদক্ষ জনশক্তি দেশের সম্পদ ।          দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দু’ই মিলে।        কারিগরি শিক্ষা গ্রহণ করি, দক্ষ হাতে দেশ গড়ি।         অভিবাসীর ঘামের টাকা, সচল রাখে দেশের চাকা।           জন্মভুমি বাংলাদেশ, কর্মভূমি বিশ্বময়।        একটাই লক্ষ, হতে হবে দক্ষ।              দক্ষ জনশক্তি, উন্নয়নের চালিকা শক্তি।            সোনার বাংলা গড়তে চাই, কারিগরি শিক্ষায় এগিয়ে যাই।       কারিগরি শিক্ষা নিন, বদলে যাবে আপনার দিন।          অভিবাসীর অধিকার, মর্যাদা ও ন্যায় বিচার।            নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে।            হাতে কলমে কাজ শিখব, বিদেশে দেশের মান রাখব।           শতবর্ষে জাতির পিতা - সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা।              আমরা পারি নিজ উদ্দ্যোগে, সঠিক পথে বিদেশ যেতে।

খবর

    রূপকল্প ও অভিলক্ষ্য

    রূপকল্পঃ 

    দক্ষতা উন্নয়ন, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি, নিরাপদ অভিবাসন ও রেমিটেন্স এর প্রবাহ বৃদ্ধি, বেকারত্ব হ্রাস ও অর্থনৈতিক উন্নয়ন।


    অভিলক্ষ্যঃ 

    জাতীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার ভিত্তিতে যথাযথ কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি।

    ভিডিও ও ম্যাপ




    চলমান ভর্তি বিজ্ঞপ্তি

    আবেদনের জন্য প্রয়োজনীয় ফর্ম (ASSET প্রজেক্ট এ জন্য)