Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

“কারিগরি শিক্ষা নেব স্বাবলম্বী হয়ে -দেশ উন্নয়নে অংশ নেব।         ”ভর্তি চলছে!     ভর্তি চলছে!      ভর্তি চলছে!        চিতলমারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলছে। (এ্যাসেট) ASSET প্রকল্পের আওতায় ৩ মাস মেয়াদী সম্পূর্ণ ফ্রী কোর্সে ভর্তি চলছে। আর নয় দূরে কোথাও- এখন হাতের নাগালে, দোর গোড়াঁয়, শ্যামপাড়ায়, চিতলমারীতে সরকারি ভাবে দক্ষতা প্রশিক্ষণ গ্রহনের সুবর্ন সুযোগ। কোর্স সমূহ:  ১. কম্পিউটার অপারেশন,     ২. গ্রাফিক্স ডিজাইন,    ৩. ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স,    ৪. কনজুমার ইলেকট্রনিক্স এবং     ৫. মোটর ড্রাইভিং।  তিন মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সে- কম্পিউটার অপারেশন ও গ্রাফিক্স ডিজাইন কোর্সের জন্য SSC পাস এবং ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স, কনজুমার ইলেকট্রনিক্স এবং মোটর ড্রাইভিং কোর্সের জন্য অষ্টম শ্রেণি পাশ। প্রশিক্ষণার্থীরা উপস্থিতির উপর ভিত্তি করে দৈনিক ১০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবে। উপবৃত্তি প্রতি মাসে ছেলে প্রশিক্ষণার্থী পাবে ১৫০০ টাকা। উপবৃত্তি প্রতি মাসে মেয়ে প্রশিক্ষণার্থী পাবে ২০০০ টাকা। ভর্তি ফরম জমাদানের শেষ তারিখ: ২০/১০/২০২৪ , বাছাই প্রক্রিয়া: ২২/১০/২০২৪ ইং এবং ক্লাস শুরু: ২/১১/২০২৪ ইং। আসন সংখ্যা সীমিত। প্রশিক্ষণ গহনে আগ্রহীরা, ভর্তি ও বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানাঃ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শ্যামপাড়া, চিতলমারী, বাগেরহাট। যোগাযোগের মোবাইল নাম্বার: ০১৯৯০-৫৪২৪৯৭ “ একটাই লক্ষ্য -হতে হবে দক্ষ ”


খবর

    রূপকল্প ও অভিলক্ষ্য

    রূপকল্পঃ 

    দক্ষতা উন্নয়ন, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি, নিরাপদ অভিবাসন ও রেমিটেন্স এর প্রবাহ বৃদ্ধি, বেকারত্ব হ্রাস ও অর্থনৈতিক উন্নয়ন।


    অভিলক্ষ্যঃ 

    জাতীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার ভিত্তিতে যথাযথ কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি।

    ভিডিও ও ম্যাপ




    ASSET Admission Test Result, 3rd cycle

    3rd cycle ভর্তি বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য প্রয়োজনীয় ফর্ম (ASSET কোর্সের জন্য)